বিনোদন

ছবির শ্যুটিং চলাকালীন কাচ ভেঙে গুরুত্বর আহত ফাল্গুনী চট্টোপাধ্যায়

সোমবার থেকে শুরু হল  ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির শ্যুটিং। কিন্তু প্রথমদিনই সেটে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের উপরে ভেঙে পড়ল কাচ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শ্যুটিংয়ের প্রথমদিনেই কাচ ভেঙে বেরিয়ে আসার একটি দৃশ্য শ্যুট করছিলেন ছবির অভিনেতারা। সেই শ্যুটিং করার সময়ে কাচটি ভেঙে পড়ে ফাল্গুনী চট্টোপাধ্যায়ের উপর। গায়ে কাচ ভেঙে পড়তেই সারা গা কেটে রক্ত ঝরতে শুরু করে। ততক্ষণে মেঝেজুড়ে কাচে পা রাখতে পারছেন না অভিনেতা। পরনের পোশাক রক্তে মাখামাখি হয়ে যায়। সেই সময় ছুটে আসে সেটের অন্যান্যরা। চারজনে মিলে তাঁকে কার্যত পাঁজাকোলা করে বের করে আনা হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর ডান হাঁটুর নীচে দুটো সেলাই পড়ে। চিকিৎসকেরা তাঁকে দিন কয়েক স্নান করতে নিষেধ করেছেন। আবীরকে ফোন করে সেটে দুর্ঘটনার কথা জানান এই ছবির আরেক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেই সময় জিমে ছিলেন তিনি। বাবার দুর্ঘটনার খবর পেয়েই ছুটে যান হাসপাতালে। সেখান থেকে চিকিত্সার পরে বাবাকে নিয়ে বাড়ি ফেরেন আবীর। ফাল্গুনীর কথায় তিনি যে দৃশ্যের শ্যুটিং করছিলেন তা তাঁকে ছাড়া অসম্ভব, তাই ছুটি না নিয়ে কাল থেকে যথাসময়ে শুটিংয়ে পৌঁছে যাবেন তিনি।