দেশ

স্বাধীনতা দিবসে ফটোগ্রাফি প্রতিযোগিতা ডাকবিভাগের

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ফটোগ্রাফি বা আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করল ভারতীয় ডাকবিভাগ। প্রতিযোগিতায় যে আলোকচিত্রটি প্রথম স্থান অধিকার করবে, সেটিকে স্বাধীনতা দিবসের স্মারক স্ট্যাম্প হিসেবে প্রকাশ করবে তারা। প্রতিযোগিতার বিষয়বস্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া (কালচারাল)। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতায় থাকা mygov.in-এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা। এছাড়াও অন্যান্য পুরস্কার আছে। পেশাদার বা অপেশাদার আলোকচিত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমা নেই, এমনটাই জানিয়েছে ডাকবিভাগ। তবে প্রতিযোগিতায় যে ছবি পাঠানো হবে, তার সম্পর্কে খুব ছোট করে লিখে দিতে হবে।