দেশ

দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। বুধবার সকালে টুইটে দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, “শুভ মহালয়া। আমরা মা দুর্গাকে প্রণাম করি ও বিশ্ববাসীর জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। সকলে শান্তিতে ও সুস্থ থাকুন।”  টুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।  এদিন টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মহালয়ার মাধ্যমে বহুপ্রতীক্ষিত দুর্গোৎসবের সূচনা হল। এবার দিন গোনা শুরু। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ মহালয়া।”