দেশ

চিফ অফ ডিভেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিক্ষামন্ত্রীর

কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। কপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিভেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ কয়েকজন পদস্থ সেনা আধিকারিক ৷ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সেনাপ্রধানের স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ চপারে সওয়ার ১৪ জনের ১৩ জনের মৃত্যু হলেও দুর্ঘটনার পর চপারের ভিতরে থাকা বেশ কয়েকজনের দেহ ঝলসে যাওয়ায় তাঁদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে ৷ ভেঙে পড়ার পরেই চপারটিতে আগুন ধরে যায় ৷ উদ্ধারকারী দলের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত চপার থেকে দেহ উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷ ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করা সেনাপ্রধান বিপিন রাওয়াত-সহ আহতদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ওয়েলিংটন সেনা হাসপাতালে ৷ তবে সংবাদসংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী ১৩ জনের মৃত্যু হলেও দুর্ঘটনার পর চপারের ভিতরে থাকা বেশ কয়েকজনের দেহ ঝলসে যাওয়ায় তাঁদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদসংস্থা ৷ চিফ অফ ডিভেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন রাওয়াতের প্রয়াণে। প্রধানমন্ত্রী তাঁর টুইটারে লিখেছেন,’তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীর মর্মাহত যে দুর্ঘটনায় আমরা আমাদের জেনারেল বিপিন রাওয়াত, ওঁর স্ত্রী এবং অন্য সেনাকর্মীদের হারিয়েছি। ওঁরা দেশের সেবা করেছিলেন অসীম ধৈর্যের পরিচয় দিয়ে। শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা।’ পাশাপাশি অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘দেশের প্রথম সিডিএস জেনারেল হিসেবে রাওয়াত সেনা সংস্কারের পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন।’ সেই সঙ্গে দেশ যে তাঁর এই ব্যতিক্রমী অবদনাকে ভুলবে না, তাও জানান প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লেখেন, ‘জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকাজির প্রয়াণে আমি মর্মাহত। দেশ হারাল তার অন্যতম সাহসী এক সন্তানকে। মাতৃভূমির প্রতি তাঁর চার দশকের নিঃস্বার্থ সেবার চিহ্ন রয়ে গিয়েছে তাঁর শৌর্য ও নায়কোচিত কর্মকাণ্ডে। ওঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তাঁর টুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি তাঁর টুইটারে লিখেছেন, ‘তামিলনাড়ুতে এক চূড়ান্ত দুর্ভাগ্যজনক চপার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য ১১ জন সেনাকর্মীর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। ওঁর অকালপ্রয়াণ আমাদের সেনা ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’