বিজ্ঞান-প্রযুক্তি বিদেশ

ভারতের চন্দ্রযান ৩-এর সফল অবতরণ, ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির

নির্ধারিত সময় মেনেই চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। ভারতীয় সময় সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামে বিক্রম। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নামল ভারতের মহাকাশযান। এবার ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী ফোনে  ইসরো প্রধানকে বলেন, “সোমনাথ জি… সোমনাথ নামটিও চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে। আপনার পরিবারের সদস্যরাও এতে অত্যন্ত আনন্দ পেয়েছেন। আপনাকে এবং আপনার দলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। অনুগ্রহ করে সবাইকে আমার শুভেচ্ছা জানাবেন। যদি সম্ভব হয়, আমি খুব শীঘ্রই আপনাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাব”।

আরও পড়ুনঃ ১৭ মাস বেতন না পেয়েও চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণে নিরসল পরিশ্রম কয়েকশো ইঞ্জিনিয়ার এবং কর্মীরা!