দেশ

অরুণাচল প্রদেশে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 এবার অরুণাচল প্রদেশে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালে অরুণাচলের ইটানগরের হলঙ্গিতে এই বিমানবন্দরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সারাবছর যে কোনও আবহাওয়ায় এই বিমানবন্দরে বিমান ওঠানামা করতে পারবে। শুধুমাত্র যাত্রীবাহী বিমান নয়, এই রানওয়েতে ওঠানামা করতে পারবে যুদ্ধবিমানও। সূত্রে খবর, ৬৯০ একর জমির উপর গ্রিনফিল্ড বিমানবন্দরটি তৈরি করতে খরচ হয়েছে ৬৪০ কোটি টাকা। গভীর জঙ্গলের মধ্যে বনাঞ্চল সাফ করে সম্পূর্ণ নতুন করে তৈরি হয়েছে বিমানবন্দরটি। রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ব্যবস্থা। নামেও রয়েছে অরুণাচলের ঐতিহ্যের ছোঁয়া। দোনি শব্দের অর্থ সূর্য ও পোলো শব্দের অর্থ চাঁদ। এনিয়ে ২০১৪ সাল থেকে দেশজুড়ে ৭টি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।