জেলা

‘রামনবমীকে রুখে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে তৃণমূল’, বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির

ভোট প্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বাংলার বালুরঘাটে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি। এ সময় তিনি রাজ্যের টিএমসি সরকারের সমালোচনা করেন। মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছিলেন যে মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেয় কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে, যা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়। তিনি বলেন, দেশে ব্যাপক দুর্নীতি ও অপরাধ চলছে। কেন্দ্রীয় সংস্থাগুলি যখন এই মামলাগুলি তদন্ত করার চেষ্টা করে, তখন তারা আক্রমণের মুখে পড়ে। মনে হচ্ছে টিএমসি রাজ্যটিকে অনুপ্রবেশকারী এবং গুন্ডাদের কাছে ইজারা দিয়েছে। সমাবেশে ভাষণ দিয়ে তিনি বলেছিলেন যে টিএমসি মনে করে যে দলিত, আদিবাসী এবং দরিদ্ররা তাদের নিজের ইচ্ছায় চলতে পারে না। এদিন বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা করে মোদি বলেন, ‘রামনবমীকে রুখে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে তৃণমূল’। তিনি এও বললেন, ‘জয় সত্যের হয়। তাই কোর্টের অনুমতিও পাওয়া গিয়েছে। মানুষের উৎসাহ আর মা বোনদের আশীর্বাদ এটাই প্রমাণ করে বাংলায় জিত হবে বিকাশের। সবাই আজ বলছে ৪ জুন ৪০০ পার’। বাংলায় তৃণমূল কংগ্রেস আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের তাদের হাঁটুর কাছে নিয়ে এসেছে তবে শীঘ্রই টিএমসি তার হাঁটুতে নামবে। এখানকার আদিবাসী সমাজের ত্যাগ-তিতিক্ষার কাছে দেশ বড় ঋণী। আজ বিজেপি আদিবাসী ও দলিতদের সম্মানের জন্য লড়াই করছে। বিজেপিই দেশকে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি উপহার দিয়েছে। টিএমসির মতো দল দলিত ও আদিবাসী মহিলাদের জিম্মি করে রাখতে চায়। রামনবমী এবং রামলালার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো এমন হবে যে রামনবমীতে রামলালা অযোধ্যায় তাঁর বিশাল মন্দিরে উপস্থিত থাকবেন। আমি জানি প্রতি বছরের মতো এ বছরও মমতা সরকার রাম নবমী উদযাপন বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। অনুষ্ঠান বন্ধ করতে তারা নানা ষড়যন্ত্র করেছে। কিন্তু সত্যের জয় সবসময় হয়। তাই রাম নবমী শোভাযাত্রার অনুমতি দিয়েছে আদালত। আগামীকাল রাম নবমী উপলক্ষ্যে পূর্ণ ভক্তি ও ভাবগাম্ভীর্যের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এই উপলক্ষে আমি আমার সকল বাংলার ভাই ও বোনদের অভিনন্দন জানাই। ভোটের মরশুমে বঙ্গে হিন্দু আবেগে শান প্রধানমন্ত্রীর। এতদিন বঙ্গে দুর্গাপুজো, সরস্বতী পুজো হয় না বলে অভিযোগ তুলত গেরুয়া শিবির। মঙ্গলবার বালুরঘাটের জনসভা থেকে নরেন্দ্র মোদি অভিযোগ করলেন, বাংলায় রামনবমী পালন আটকাতে ‘ষড়যন্ত্র’ করেছে তৃণমূল। কিন্তু দিনের শেষে আদালতের নির্দেশে সত্যের জয় হয়েছে বলেও দাবি করেন। প্রধানমন্ত্রী যখন এই দাবি করছেন ঠিক তখনই রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, এমনই খবর সূত্রের। সঙ্গে ঘাসফুল শিবিরের কটাক্ষ, হয় বঙ্গ বিজেপি কিছুই জানে না, নয়তো প্রধানমন্ত্রীকে কেউ সঠিক তথ্য় দেয়নি।