দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে নরেন্দ্র মোদি। আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি সেখানে থাকবেন তিনি। রাষ্ট্রপতিশেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২০১৫ সালের পর এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহি যাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, আবু ধাবিতে একটি হিন্দু মন্দিরের উদ্বোধন করারও কথা রয়েছে মোদির। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মোদি সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটেও বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। জায়েদ স্পোর্টস সিটিতে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখবেন মোদি।