সক্রিয় রাজনীতি থেকে বহু দিন ধরেই দূরে। আজ ৯৪তম জন্মদিন লালকৃষ্ণ আডবানি-র ৷ এদিন জন্মদিনে কার্যত চাঁদের হাট বসল দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির বাড়িতে ৷ জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল সকাল তাঁর বাড়িতে ছুটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ সকলের উপস্থিতিতে চলল কেক কাটা, খাওয়া-দাওয়া ৷ সকালে টুইটেও তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘সম্মানীয় আডবানিজিকে জন্মদিনের শুভেচ্ছা৷ ওঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি ৷ আমাদের ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক গৌরব বৃদ্ধির যে প্রয়াস উনি করেছেন, তার জন্য দেশ চিরকাল ওঁর কাছে ঋণী থাকবে ৷ পাণ্ডিত্য এবং বুদ্ধিমত্তার জন্যও সমাদৃত উনি ৷’’ আডবানিকে শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিংহ লেখেন, ‘‘আমাদের সকলের প্রেরণা এবং পথপ্রদর্শক, শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবানিজিকে জন্মদিনেক হার্দিক শুভেচ্ছা ৷ ভারতের সব থেকে সম্মানীয় ব্যক্তিদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য তিনি , যাঁর বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, বোধশক্তি এবং রাজনৈতিক জ্ঞান সকলের কাছে সমাদৃত ৷ ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু করুন ৷’’ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা টুইটারে লেখেন, ‘‘জনে জনে বিজেপিকে পৌঁছে দেওয়া এবং দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লালকৃষ্ণ আডবানিজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ দলের কোটি কোটি কর্মীর কাছে আডবানিজি অনুপ্রেরণা ৷ ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি ৷’’


