ভাইরাল

কাঁটাতার মাঝে শিশুদের সঙ্গে মোদির সাক্ষাৎ ঘিরে বিতর্ক, কর্নাটকে প্রধানমন্ত্রীর জনসংযোগ নিয়ে প্রশ্ন!

ভোটমুখী কর্নাটকে পুরোদমে প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারই কালাবুরাগিতে একটি বিশাল রোড শোয়ে অংশ নেন তিনি। তার ঠিক আগেই কয়েক জন খুদের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় মেতে ওঠেন দেশের প্রধানমন্ত্রী। হাসিঠাট্টায় জমে ওঠে আসর। যদিও প্রধানমন্ত্রী মোদী এবং শিশুদের মাঝে ছিল কাঁটাতার।  একদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, কাঁটাতারে ওপাশে বেশ কয়েকটি শিশু। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কাঁটাতার নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কংগ্রেস থেকে শুরু করে নেটিজেনদের একাংশ। কর্ণাটকের বিধানসভা ভোটের প্রচারে ঝড় তুলেছেন মোদি। মঙ্গলবার মেগা কর্মসূচির ফাঁকে হালকা মেজাজেই শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু, তাদের মাঝে থাকা কাঁটাতারকে হাতিয়ার করে একযোগে প্রধানমন্ত্রী ও শিশু সুরক্ষা কমিশনকে বিঁধেছেন কংগ্রেস নেতা কামরু চৌধুরী। তাঁর প্রশ্ন, শিশুদের কেন কাঁটাতারের ওপারে রাখা হল? শিশু সুরক্ষা কমিশন ও কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো কী করছেন? ভিডিও ভাইরাল হতে সরব হয়েছে নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘দেখে মধ্যে হচ্ছে, শিশুরা পাকিস্তানের। সীমান্তে কাঁটাতারের ওপার থেকেই তারা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছে।’ আর এক নেটিজেনের কটাক্ষ, ‘মোদি সম্ভবত একমাত্র রাষ্ট্রনেতা, যিনি নিজের দেশের শিশুদেরও কাছে টেনে নিতে পারেন না।’ জানা গিয়েছে, ভিডিওটি কর্ণাটকের কালবুর্গির। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য উত্সুক হয়ে পড়েছিল বেশ কয়েকটি শিশু। নিরাশ করেননি মোদি। হাত নেড়ে তাদের দিকে এগিয়ে আসেন। শিশুদের সঙ্গে কথা বলেন, ভবিষ্যতে কে কী হতে চায়, তাও জানতে চান। প্রশ্ন করেন, ‘তোমাদের মধ্যে কেউ প্রধানমন্ত্রী হতে চাও না?’ তবে, গোটা ঘটনায় তাল কেটেছে মাঝের ওই কাঁটাতার।