মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন ধরার পর, এই প্রথম একই মঞ্চে দেখা গেল শরদ পওয়ার, অজিত পওয়ার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাজনৈতিকভাবে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই অনুষ্ঠানে না যাওয়ার জন্য শরদ পওয়ারকে অনুরোধ করেছিলেন এমভিএ জোট এবং ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দল। মঙ্গলবার (১ অগস্ট), পুনেতে লোকমান্য তিলক পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মান পেয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এই মর্যাদাপূর্ণ পুরষ্কার গ্রহণ করে আমি একই সঙ্গে উতফুল্ল এবং আবেগমথিত হয়ে পড়েছি। এই পুরস্কার তিনি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, “এই পুরস্কারের টাকা আমি নমামি গঙ্গে প্রকল্পে দান করার সিদ্ধান্ত নিয়েছি।” তবে, তাঁর এই পুরস্কার প্রাপ্তিকে ছাপিয়ে গিয়েছে মঞ্চে ‘কাকা-ভাইপো’ শরদ ও অজিত পওয়ারের উপস্থিতি। অনুষ্ঠানে না যাওয়ার জন্য শরদ পওয়ারকে অনুরোধ করেছিলেন এমভিএ জোট এবং ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দল। তাদের অনুরোধ উপেক্ষা করেই প্রধানমন্ত্রী মোদীর হাতে লোকমান্য তিলক পুরস্কার তুলে দিলেন খোদ এনসিপি প্রধান।