দেশ

অগ্নিপথ যুব সমাজকে ধ্বংস করবে, প্রকল্প প্রত্যাহারের দাবি মেঘালয়ের রাজ্যপালের

মেঘালয়ের রাজ্যপাল বলেন, অগ্নিপথ প্রকল্প যুব সমাজকে ধ্বংস করবে। এই প্রকল্প সেনাবাহিনীর সম্মানও অনেকটাই কমিয়ে দেবে।তিনি এও বলেন, এ নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে এবিষয়ে বিশদে ব্যাখ্যা করব, যাতে এই প্রকল্পটি প্রত্যাহার করা যায়। অগ্নিপথ প্রকল্প সম্পর্কে এই মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সত্যপাল মালিক বলেন, যে যুবকরা অগ্নিপথ প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নেবেন, তাঁরা চার বছর পরে ফিরে আসবেন। হয়তো তাঁদের বাড়িতেই বসে থাকতে হবে। কারণ এরপর তাঁরা অন্য কোথাও চাকরি পাবেনই, সেই নিশ্চয়তা সরকার দিচ্ছে না। এর ফলে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হবে। এই প্রকল্প নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। এটা তরুণদের স্বার্থের উপর আক্রমণ। সরকারকে এই পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে। তবে এই প্রথম কোনও রাজ্যের রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় মুখ খুলললেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে মেঘালয়ের রাজ্যপাল (Meghalaya Governor) সত্যপাল মালিক বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলছি, তরুণ ও যুব প্রজন্মের স্বার্থেই এই প্রকল্প ফিরিয়ে নিন। কেননা, এই প্রকল্প কোনও মতেই তরুণ ও যুবকদের স্বার্থে নয়।’ ইতিমধ্যেই বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ‘অগ্নিপথ’ প্রকল্পকে সমর্থন জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, ‘অগ্নিবীরদের রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ করা হবে।’ মুখ্যমন্ত্রীদের ওই আশ্বাসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যারা প্রতিশ্রুতি দিচ্ছেদন তাঁরা যে ফের মুখ্যমন্ত্রী হবেন তার গ্যারান্টি কোথায়? ফলে তাঁদের দেওয়া কথায় কি আসে-যায়?’