কলকাতা

বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুতে পাটুলি থানার সামনে অবস্থানে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, গ্রেফতার করল পুলিশ

বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুতে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পাটুলি থানার সামনে অবস্থানরত বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসা হয়েছে। গ্রেফতারির পর রূপাদেবী বলেন, আমি কেন্দ্রীয় নিরাপত্তা পাই। আমাকে নিরাপত্তা ছাড়া এভাবে নিয়ে যাওয়া যায় না। আমাকে সারা রাত শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়নি। পুলিশ মানবিকতা হারিয়েছে। পে লোডারের ধাক্কায় এক কিশোরের মৃত্যুতে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী। পাটুলি থানার ওসি সেখানে গেলে তাঁকে ৭ ঘণ্টা ঘেরাও করে রাখেন স্থানীয়রা। ওসিকে উদ্ধারের নামে পুলিশকর্মী ও তাঁদের সঙ্গে থাকা তৃণমূলি গুন্ডারা স্থানীয়দের মারধর করেন বলে অভিযোগ। মহিলাদের গায়ে হাত দেন পুরুষ পুলিশকর্মীরা। এই ঘটনায় রাত থেকে ধরপাকড় শুরু করে পুলিশ। পুলিশকে হেনস্থার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া রুবি মণ্ডল নামে স্থানীয় এক বিজেপি নেত্রীকেও গ্রেফতার করে তারা। এর পর ধৃতদের মুক্তির দাবিতে পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এর পর পাটুলি থানার সামনে অবস্থানে বসেন রূপা। রাতভর সেখানেই ছিলেন তিনি। সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর পর তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।