জেলা

অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে অর্জুনের বাড়ি সামনে ইট ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। এমনকি গুলিও ছোড়া হয়েছিল বলে অভিযোগ। অর্জুনের দাবি, বোমার স্‌প্লিন্টারে আঘাত লেগেছে তাঁরও। শুক্রবারের সেই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল জগদ্দল থানার পুলিশ। শনিবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের প্রাথমিক জেরার পরে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করবে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ রয়েছে। তবে এই দুষ্কৃতীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেটিও এখনও স্পষ্ট নয়। অভিযোগ পুলিশের সামনেই প্রায় ২৫টি বোমা ছোড়া হয়েছে। এর পর গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় ১৫-২০জন দুষ্কৃতী ছিল বলে অভিযোগ অর্জুনের। যদিও এই ঘটনার সঙ্গে শাসকদলের যোগ থাকার তত্ত্ব পুরোপুরি উ়ড়িয়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শুক্রবার তিনি পাল্টা অভিযোগ করেছিলেন, অর্জুন নিজেই গুলি ছুড়েছেন কিংবা প্রাক্তন সাংসদের অনুগামীরাই পিছন থেকে বোমা ছুড়েছেন। তাঁর দাবি, অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেই কারণেই এক প্রকার মরিয়া হয়ে এ সব করছেন।