মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার 24 ঘণ্টার মধ্যেই সন্দেশখালিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সন্দেশখালি 2 নম্বর ব্লক বিএলআরও অফিসে দলীয় সভায় যোগ দেওয়ার কথা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের । ইতিমধ্যে মঞ্চ বাঁধার কাজ সম্পন্ন হয়েছে । যদিও শুভেন্দুর এই সভা ঘিরে বিতর্ক চরমে উঠেছে । পুলিশের দাবি, সভার জন্য অনুমতি নেওয়া হয়নি । জমা করা হয়নি প্রয়োজনীয় কাগজপত্রও । যার ফলে সভার অনুমতি দেওয়া হয়নি । পালটা গেরুয়া শিবির দাবি করেছে, বিরোধী দলনেতার সভার আয়োজনের জন্য যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে পুলিশের কাছে । তার রিসিভ কপিও রয়েছে তাঁদের কাছে । সোমবার সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে গিয়ে সন্দেশখালিবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, “মনে রাখবেন, সন্দেশখালিতে কিছু ঘটলে দিদির কানে আসতে কিন্তু এক সেকেন্ডও লাগবে না !” মুখ্যমন্ত্রী সেখানকার মহিলাদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরা ‘দুষ্টু’ লোকেদের ‘খপ্পরে’ না পড়েন । সন্দেশখালিকে ঘিরে যে বিতর্ক ছড়িয়েছিল লোকসভা ভোটের আগে, তা এখন প্রায় স্তিমিত । এই অবস্থায় সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ । সেই আবহে মঙ্গলবার সন্দেশখালি 2 নম্বর ব্লকে একটি রাজনৈতিক সভা করবেন শুভেন্দু অধিকারী । ওই বৈঠকে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি থাকার কথা রয়েছে বিজেপি নেত্রী রেখা পাত্রেরও । এদিকে, শুভেন্দু অধিকারীর সভার জন্য বিজেপির তরফে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পুলিশকে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে । অন্যদিকে, সন্দেশখালির সভা থেকে বিজেপি সম্পর্কে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ নিয়ে আজ শুভেন্দু অধিকারী পালটা উত্তর দেবেন বলেই মনে করা হচ্ছে । মুখ্যমন্ত্রীর সভার পর গতকালই তার আভাস দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা ।