দেশ

গুজরাতে সেতু বিপর্যয়কাণ্ডে গাফিলতির অভিযোগে ধৃত ৯

মেরামতির ৪দিনের মধ্যেই ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খোলা হয় সেতু। গত ১৫ বছর ধরে মোরবির এই ঝুলন্ত সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ‘ওরেভা কোম্পানি’ নামে একটি বেসরকারি সংস্থা। গত ৭ মাস ধরে সংস্কার কাজের জন্য সেতু বন্ধ রাখা হয়েছিল। মোরবি পুরসভার দাবি, প্রায় ২ কোটি টাকা খরচ করে সেতু সংস্কার করে ওই সংস্থা। চলতি বছরের ২৬ অক্টোবর জনসাধারণের জন্য়ে খুলে দেওয়া হয় সেতুটিকে। সংস্কারের ৫ দিনের মাথাতেই

বিপর্যয় ঘটায় এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রক্ষণা-বেক্ষণের দায়িত্বে থাকা ওই সংস্থা। কিন্তু পুরসভার অভিযোগ, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খুলে দেওয়া হয়েছিল সেতুটি। কেন ফিটনেস সার্টিফিকেট না দিয়েই সেতু খুলে দেওয়া হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিন রাতে ব্রিজ বিপর্যয়ে ৯ জনকে গ্ররেফতার করল গুজরাত এটিএস। ধৃতদের মধ্যে রয়েছেন ব্রিজ রক্ষণাবেক্ষণ সংস্থা ‘ওভেরা’-র ২ জন ম্যানেজার।  এই ওভেরা সংস্থাটি সিএফএল বাল্ব তৈরির জন্যই সারা দেশে বিখ্যাত। বাল্ব ছাড়াও সংস্থাটি তৈরি করে ঘড়ি। ‘অজন্তা’ এবং ‘অরপ্যাটে’র ঘড়ি এই দেশে জনপ্রিয়তা

লাভ করে ওভেরা সংস্থার হাত ধরেই। সেতু সংস্কারের সঙ্গে তারা যুক্ত, এমন কোনও কথার উল্লেখ নেই সংস্থার ওয়েবসাইটেও। ধৃতদের তালিকায় রয়েছে ২ জন টিকেট ক্লার্ক, ২ জন কনট্রাক্টর এবং ৩ নিরাপত্তা রক্ষী-ও। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৪১। আশঙ্কা করা হচ্ছে, এখনও মাচ্ছু নদীর জল-কাদায় প্রায় ১০০ দেহ আটকে রয়েছে। কিন্তু দিনের আলো ফুরিয়ে রাত নেমে আসার কারণে আপাতত উদ্ধারকার্য বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে ফের উদ্ধারকাজ শুরু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।