জেলা

শ্মশান দুর্নীতি কাণ্ডের অভিযোগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ কাঁথি থানায়

রোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় একাধিক দুর্নীতির মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । দীর্ঘ টালবাহানার পর শুক্রবার সকালে কাঁথি থানায় আসেন সৌমেন্দু । তাঁর সঙ্গে রয়েছেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ও আইনজীবী অনির্বাণ চক্রবর্তী । কাঁথি পৌরসভার পৌরপ্রধান ছিলেন শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু ৷ সেই সময় একাধিক দুর্নীতি হয় বলে অভিযোগ ৷ যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে, কাঁথি পৌরসভার রাঙামাটি শ্মশানের স্টল বণ্টন নিয়ে দুর্নীতি । সারদা বিল্ডিংয়ের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি। কাঁথি পৌরসভার ত্রিপল চুরি ৷ এই সব দুর্নীতিতে সৌমেন্দু জড়িত রয়েছেন বলে অভিযোগ ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে এদিন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷