দেশ

ত্রিপুরায় কোটি টাকার মাদকদ্রব্য সহ গ্রেফতার ২

১ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ২ যুবক। সঙ্গে আটক একটি বিলাস বহুল গাড়ি। ঘটনা ঘটেছে ত্রিপুরার ধলাই জেলার কমলপুরে। পুলিশ জানিয়েছেন গোপন সূত্রের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ প্যাকেট মোট ৭৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। সঙ্গে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা সূত্রে কমলপুর থানায় খবর আসে, ধর্মনগর দিক দিয়ে টিআর০১বি জেড ০৬৪৮ নম্বরের একটি গাড়িতে নেশা সামগ্রী পাচার করা হবে। এই খবর মোতাবেক নাকা পয়েন্টে বসে পুলিশ। গাড়িটি নাকা পয়েন্টে আসা মাত্র আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৭৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। সঙ্গে বিশালগড়ের বাসিন্দা টিঙ্কু মিয়া ও মৃদুল হোসেন নামে ২ যুবককে এবং একটি গাড়ি আটক করা হয়েছে।