গতবারের তুলনায় এই বছর দীপাবলিতে রাজধানীর দূষণের মাত্রা বেশি ছিল । কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে । উৎসবের মরশুমে শুকনো খড় জ্বালানো ও প্রতিকূল আবহাওয়া এই দূষণের মাত্রা বাড়ার অন্যতম কারণ হিসাবে বলছে CPCB-র রিপোর্ট । কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এই বিশেষ রিপোর্টে বলা হয়েছে গত বছরের তুলনায় এই বছরের দীপাবলিতে পরিবেশে প্রায় সবক’টি দূষকের মাত্রাই বেশি ছিল ।