মহারাষ্ট্রের চিপলুনে ভয়াবহ দুর্ঘটনা। মহারাষ্ট্র-গোয়া চার লেনের হাইওয়ের ওপর তৈরি হতে চলা হওয়া এক নির্মীয়মাণ ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। বরাত জোরে কেউ মারা যাননি। ব্রিজ ভেঙে পড়ার পুরো ভিডিয়ো সিসিটিভি-র মাধ্যমে ধরা পড়েছে। ব্রিজটির বেশীরভাগ অংশই তৈরি হয়ে গিয়েছিল। ব্রিজটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অস্বস্তি পড়েছে নীতীন গডকরির মন্ত্রক।