সপ্তম দফা নির্বাচন মিটতে না মিটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পুরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল। সিসিটিভি-তে দেখাও যাচ্ছে, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটল। নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন। শাসকদলের তরফে এমনও বলা হল, ২০১৯ -র প্রতিচ্ছবি দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী। অন্যদিকে ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে পড়ল বোমা। ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পড়ল বোমা। ওই বিজেপিকর্মীর অভিযোগ, ভোটগণনা যত এগিয়ে আসছে, তত ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। ভাটপাড়া থানার পুলিস তাঁর বাড়ির সামনে টাঙানো সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনায়, ভাটপাড়া থানা এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।