জেলা

বালুরঘাটের ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারিত দণ্ডি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী

তপনের চার আদিবাসী মহিলাকে দণ্ডি কেটে দলে ফেরানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে মঙ্গলবার রাতে প্রশাসনিক দায়িত্ব থেকেও অপসারিত করা হলো। তাঁকে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাতেই বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারিও করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির প্রতিলিপি পুর ও নগরোন্নয়ন-সহ বিভিন্ন সরকারি দফতরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দণ্ডি-কাণ্ডে অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো। ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রায় সন্ধ্যায় তপনে গিয়ে গত ৭ এপ্রিল দণ্ডি কেটে দলে ফিরে আসা তিন আদিবাসী মহিলার সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সঙ্গে একান্তে কথা বলেন। এক সঙ্গে বসে চা-পানও করেন। গত ৬ এবং ৭ এপ্রিল কী ঘটেছিল ওই তিন জনের কাছ থেকে তা বিস্তারিত জানেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘৭ এপ্রিল যে ঘটনা ঘটেছে তা কোনও সভ্য সমাজের মানুষ সহ্য করতে পারেন না। যিনি আমাদের মহিলা সভানেত্রী ছিলেন, তার একটা ভূমিকা ছিল বলে শুনেছিলাম। ওই নেত্রীকে ২৪ ঘন্টার মধ্যে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়েছে। যে আদিবাসী বোনদের সঙ্গে ওই ঘটনা ঘটেছে তাঁদের সঙ্গে কথা বললাম। দলের যত বড় নেতা নেত্রী হোন না কেন, এমন ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের কাউকে রেয়াত করা হবে না।’ অভিষেকের ওই কড়া মনোভাবের পরেই ইঙ্গিত মিলেছিল দণ্ডি-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আরও কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাতেই সেই জল্পনা সত্যি হলো। তড়িঘড়ি বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে।