সক্রিয় রাজনীতি থেকে কি সন্ন্যাস নিতে চলেছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শনিবার রাতে তাঁর টুইটে সেই আভাস দিয়েছেন তিনি। জল্পনা তৈরি হয়েছে তাঁর রাজনীতি ত্যাগ নিয়ে। আর তাঁর রাজনীতি-ত্যাগের ঘোষণায় আলোচনায় চলে এসেছে তাঁর দলবদল প্রসঙ্গও। বিশেষ করে শর্মিষ্ঠার তৃণমূল যোগদানের সম্ভাবনা নিয়ে রাজ্য রাজনীতিতেও চর্চা শুরু হয়েছে। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় হঠাত্ই টুইটে লেখেন- অনেক ধন্যবাদ। তবে আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে যাব। সক্রিয় রাজনীতি আমার জন্য নয়। একজন অন্যপথেও জাতির সেবা করতে পারেন। আমি সেভাবেই চেষ্টা করব জাতির সেবা করার। তাঁর এই টুইটে জল্পনা তৈরি হয় রাজনীতি থেকে সন্ন্যাসের। তবে এদিনের টুইটে শর্মিষ্ঠা স্পষ্ট করেছেন যে তিনি কংগ্রেস ত্যাগ করছেন না। তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে যাবেন বলেও উল্লেখ করেছেন সরাসরি। যদিও তাঁর এই টুইটের পরও প্রণববাবুর পরিবারের আরও এক সদস্যও কি এবার কংগ্রেস ত্যাগের পথে হাঁটতে চলেছেন, এমন জল্পনা শুরু হয়েছে। কারণ প্রণব-পুত্র অভিজিত্ মুখোপাধ্যায় আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর শর্মিষ্ঠার কংগ্রেস ত্যাগ নিয়ে জল্পনার আরও একটি কারণ রয়েছে। এই জল্পনা, তাঁর টুইটার অ্যাকাউন্টের একটি ছবিকে কেন্দ্র করে। অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে একই ফ্রেমে একটি ছবি পোস্ট করেছেন প্রণব-কন্যা। শনিবার রাতে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পোস্ট, আর রবিবার সকালে তিনি সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেবের সঙ্গে ছবি পোস্ট করেন। সুস্মিতা দেবের সঙ্গে ছবি পোস্ট করে শর্মিষ্ঠা লিখেছেন, এটা দেখে এই সিদ্ধান্তে আসবেন না যে আমি অন্য দলে যোগ দিচ্ছি। সেখানে তিনি সুস্মিতা দেবকে শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ দিনের জন্য। আর শর্মিষ্ঠা সর্বভারতীয় এখটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন সক্রিয় রাজনীতির তাঁর জন্য নয়। সমস্যা আরও গুরুতর কংগ্রেসের সঙ্গে! তবে শর্মিষ্ঠা যাই বলুন না কেন তাঁর অন্য দলে যোগদানের বিষয়টিকে খারিজ করে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।