বিনোদন

প্রকাশ্যে ‘দেবী চৌধুরাণী’র ‘ভবানী পাঠক’-এর লুক

শুভ্রজিৎ মিত্রের পিরিয়ড ড্রামা ‘দেবী চৌধুরাণী’-তে অন্যান্য চরিত্রদের লুক প্রকাশ্যে আসলেও আড়ালে ছিল ভবানী পাঠকের লুক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের ‘ভবানী পাঠক’। যিনি হাতে ধরে প্রফুল্লকে ‘দেবী চৌধুরাণী’তে রপান্তরিত করেছিলেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটল। প্রকাশ্যে এল ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক। শনিবার থেকে শুভ্রজিতের ছবির দ্বিতীয় পর্বের শুটে যোগ দিলেন বুম্বাদা। বীরভূমে শুট শুরু। এখন টানা চলবে। গোটা ইউনিট পৌঁছে গিয়েছে সেখানে। শ্রাবন্তী এবং বাকি সমস্ত অভিনেতার সঙ্গে ক্যামেরা ভাগ করে নেবেন প্রসেনজিৎ। ভোর চারটে থেকে শুট চলছে। ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে রূপটান ঘরে তাঁকে ঘিরে জটলা। পরিচালক নিজে দাঁড়িয়ে থেকে তাঁর সাজ দেখে নিয়েছেন। মাথায় লাল পাগড়ি। বুকছোঁয়া দাড়ি-গোঁফের জঙ্গল। কপালে রক্ততিলক। গলায় রুদ্রাক্ষের মালা। কাঁধছোঁয়া লম্বা চুল। মেকআপ রুমের এই ছবিই প্রকাশ্যে এল।