বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোত্সব। দুর্গাপুজোর আর মাত্র বাকি ১০৯ দিন। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পুজো কমিটিগুলিতে পুজোর প্রাক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ রবিবারের দিনে দমদম তরুণ দল দুর্গোত্সব কমিটিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রাক পুজোর সূচনা হয়ে গেল। দমদম তরুণ দল দুর্গোত্সব এবারে ৪৬তম বর্ষে পা দিতে চলেছে। বিগত কয়েকবছর ধরে কলকাতার দুর্গা পুজোর তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে দমদম তরুণ দল দুর্গোত্সব কমিটির নাম। খুঁটিপুজো থেকেই অভিনবত্বের ছোঁয়া দমদম তরুণ দলে। ক্লাবের তরফে অতিথিদের এবার হাতে লেখা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। দমদম তরুণ দলের এবারের থিম কী? না এই বিষয়ে এখনও কিছু খোলসা করতে বলতে চাননি ক্লাব কর্তৃপক্ষ। পুজো উদ্যোক্তা তথা তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ এই প্রসঙ্গে বলেন, ‘এবার আমাদের পুজো ৪৬ তম বর্ষে পা দেবে। এখনও থিমের বিষয়ে কিছু বলছি না। তবে নিশ্চয়ই চমক থাকবে।’ এবারের এই থিম নিয়ে কমিটির কর্মকর্তাদের প্রত্যাশা থাকছে অনেকখানিই। খুঁটি পুজোর অনুষ্ঠান বেশ আড়ম্বরতার সঙ্গে পালিত হয়। এদিন তরুণ দলের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় পুরপ্রতিনিধিরা। এছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শহরের অন্যান্য পুজোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।