প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের শুরুতে ভাষণে সেদিনের ঘটনার নিন্দা করে রাষ্ট্রপতি বলেন, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তেরঙ্গার অপমান খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ভারতের সংবিধান আমাদের বাকস্বাধীনতার অধিকার দিয়েছে। কিন্তু এই সংবিধানই সবার জন্য সমান আইন-কানুনের কথা বলেছে। সবাইকে আইন মানার শিক্ষা দিয়েছে। এদিন অধিবেশনের প্রারম্ভিক ভাষণে কেন্দ্রীয় সরকারের যাবতীয় কাজকর্মের সাফল্যের স্তুতি করেন রাষ্ট্রপতি। নতুন কৃষি আইনে কৃষকরা লাভবান হবেন ৷কৃষকরাও আত্মনির্ভর ভারতের অংশকৃষকদের আয় বৃদ্ধিতে কাজ করছে সরকাররেকর্ড পরিমাণে এমএসপি পাচ্ছেন কৃষকরাকৃষি আইনে ১০ কোটি কৃষক লাভবান হয়েছেন। তিনি বলেন, “জনধন অ্যাকাউন্টের মাধ্যমে দেশের গরিব মহিলাদের ৩১ হাজার কোটি টাকা দিয়েছে সরকার, ১৪ কোটি গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে বিনামূল্যে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ৮ মাস ৫ কেজি করে মাথাপিছু খাদ্য প্রদান করা হয়েছে।” তিনি এদিন বলেন, “ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি হচ্ছে দেশে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত বিভিন্ন দেশকে ভ্যাকসিনের ডোজ পাঠিয়ে সাহায্য করেছে।” কৃষক বিক্ষোভ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কোবিন্দ। বলেন, “নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকদের অনেক বেশি ক্ষমতা প্রদান করছে সরকার। পুরনো আইনের চেয়েও বেশি স্বাধিকার পাবেন কৃষকরা। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিদেশি হানা রুখে দিয়েছে ভারত। সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্তে।” তবে এদিন চিনের নাম মুখে নেননি রাষ্ট্রপতি। পাশাপাশি কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বিলোপ এবং সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে অযোধ্যায় রামমন্দির নির্মাণের উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি এও বলেন গরিবদের জন্য সরকার রেকর্ড পরিমাণ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ৷ বাজেট অধিবেশনের আগে ভাষণে একথা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ রাষ্ট্রপতি বলেন, ‘‘অর্থনীতিকে সামলাতে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৷ আমার সরকার এর সঙ্গে এটাও নিশ্চিত করেছে যাতে কোনও গরিবই যাতে অভুক্ত না থাকে৷’’ সেই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি ৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আট কোটি মানুষ আট মাস ধরে প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম করে খাদ্যশস্য বিনামূল্যে পেয়েছে ৷ সরকার পরিযায়ী শ্রমিক, অন্য শ্রমিক এবং যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন তাঁদের দিকটিও দেখেছে ৷’’ এর আগে সরকারি তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয় তাতে জানানো হয়েছিল যে ৪২ কোটি মানুষ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের অধীনে ও কোভিড-১৯ সংকট মোকাবিলার সময় ৬৮ হাজার ৮২০ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ৷ সংসদে রাষ্ট্রপতির বক্তৃতাতেও বাংলা গানের লাইন। শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের যৌথ সভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতায় ফের উঠে এলো বাংলা গানের লাইন— ‘চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ।’ রাষ্ট্রপতি তাঁর বক্তৃতার শেষে বলেন, বীরত্ব, আধ্যাত্ম আর প্রতিভার ভূমি হল পশ্চিমবঙ্গ। সেখানকারই সুপুত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দেশপ্রেমের এই তেজস্বী গান লিখেছিলেন। এ কথা বলে, দেশের কল্যাণে স্বাভিমানের সঙ্গে সমষ্টিগত প্রয়াসের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।


