দেশ

দেশে জুড়ে সাড়ম্বরে পালিত গান্ধী জয়ন্তী, রাজঘাটে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

 মহাত্মা গান্ধির ১৫৩তম জন্মদিবস এবং ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও ১১৮তম জন্মদিন ৷ তাই সকাল সকাল রাজঘাট ও লালবাহাদুর শাস্ত্রীর সমাধিক্ষেত্রে গিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ৷মোহনদাস করমচাঁদ গান্ধি 1869 সালে গুজরাতের পোরবন্দরে এবং লালবাহাদুর শাস্ত্রী ১৯০৪ সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন ৷ প্রধানমন্ত্রী মোদি দেশের দুই নেতাকে নিয়ে টুইট করেন ৷ জাতির জনককে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “গান্ধি জয়ন্তীতে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাই ৷ ভারতে আজাদি কা অমৃত মহোৎসব চলছে ৷ তাই গান্ধি জয়ন্তী বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ বাপুর আদর্শগুলি বেঁচে থাকুক ৷ গান্ধিজির প্রতি শ্রদ্ধা জানাতে আমি সবাইকে আর্জি জানাচ্ছি খাদি এবং হস্তশিল্প সামগ্রী কিনুন ৷” ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে নিয়ে দুটো টুইট করেন প্রধানমন্ত্রী ৷ একটি টুইট করে তিনি লেখেন, “লালবাহাদুর শাস্ত্রীজি একজন সহজ সরল মানুষ ছিলেন ৷ তিনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারতেন ৷ এই জন্য দেশের সবাই তাঁকে ভালোবাসতেন ৷ আমাদের দেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কঠিন নেতৃত্ব চিরস্মরণীয় ৷ তাঁর জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই ৷”