কলকাতা

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ১০ জনকে প্রাথমিকে বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ জমা হাইকোর্টে

নিয়োগ মামলায় আরও অস্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এবার অভিযোগ উঠল যে প্রাথমিকে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ১০ জনকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে ৷ শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ সেখানেই এই অভিযোগ করা হয় মামলাকারীর আইনজীবীর তরফে ৷ মামলাকারী রমেশ মালির তরফে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানান, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অন্তত ১০ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে । তাঁদের কাছে তথ্য প্রমাণ রয়েছে তার । চাকরি পাওয়া ব্যক্তিদের নামও পিটিশনে তুলে ধরা হয়েছে। মামলাকারীর অভিযোগ চাকরি পাওয়া ১০ জন হলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তারক্ষীর দুই ভাই বংশীলাল মণ্ডল ও দেবগোপাল মণ্ডল, স্ত্রী রিনা মণ্ডল, জামাই অরূপ ভৌমিক। এছাড়া তাঁর অন্যান্য আত্মীয় অঞ্জনা মণ্ডল, গায়েত্রী মণ্ডল, পূর্ণা মণ্ডল , বিশ্বদেব মণ্ডল, অমলেশ রায় এবং সোমনাথ পণ্ডিতও চাকরি পেয়েছেন বলে মামলাকারীর অভিযোগ। এই ব্যাপারে সব পক্ষকে কপি দিয়ে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতির । আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে ।