ভোটের আগে জোরকদমে প্রচার। রাজ্যে রাজ্যে নিজে গিয়ে বিজেপির হয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাকি দুবারের মত এইবারেও দলের মুখ নমোই। সোমবার তেলেঙ্গানা, কর্ণাটকে সভা সেরে মোদি পৌঁছলেন তামিলনাড়ু। কোয়েম্বাটোরে আয়োজন করা হয়েছিল বিশাল রোড শো। প্রধানমন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড়। ‘মোদি মোদি’ রবের মাঝে এগিয়ে চলল প্রধানমন্ত্রীর কনভয়। গাড়িতে মোদির সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির প্রধান কে. আন্নামালাই এবং কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান।