ফি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত। ফি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে অভিভাবকদের তরফে যে মামলা দায়ের হয়েছিল তাতে আদালত মূলত দুটি বিষয় স্পষ্ট করেছিল। এক, এই অর্থবর্ষে ফি বৃদ্ধি করা যাবে না এবং দুই, লকডাউনের জন্য ২০ শতাংশ ফি মুকুব করতে হবে। সংযোজন করে কলকাতা হাইকোর্ট আরও বলেছিল, কোনও অভিভাবক যদি ২০ শতাংশের চেয়েও বেশি ফি মুকুবের আবেদন করেন তাহলে তা খতিয়ে দেখার জন্য কমিটি গড়তে হবে। মূল দুটি জায়গায় হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাত্, ফি বাড়ানো তো যাবেই না বরং ২০ শতাংশ ফি মুকুব করতে হবে। তবে হাইকোর্ট যে বলেছিল কোনও অভিভাবক যদি ২০ শতাংশের চেয়েও বেশি ফি মুকুবের আবেদন করেন তাহলে তা খতিয়ে দেখতে হবে, সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সমস্ত বোর্ডের ১৪৫,টি স্কুলকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। চ্যালেঞ্জ করে কয়েকটি স্কুল যায় সুপ্রিম কোর্টে। তবে সেখানেও পরিস্থিতি বিশেষ বদলাল না। রাজ্যের বেসরকারি স্কুলের অভিভাবকদের জন্য স্বস্তির খবর।