লোকসভা ভোটের আগে কংগ্রেস সংগঠনে বড় রদবদল। উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হল প্রিয়াঙ্কা গান্ধীকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মিটিংয়ে কংগ্রেসকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারানসি কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানোর। প্রিয়াঙ্কাকে ইউপির দলীয় সংগঠন থেকে কার যত সরিয়ে নিল কংগ্রেস। তবে সংগঠন থেকে সরিয়ে প্রিয়াঙ্কাকে যোগীরাজ্যে ভোটের ময়দানে নামানোর কোন পরিকল্পনা কংগ্রেসের আছে কিনা সেটাই এখন দেখার।প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশে কংগ্রেসে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করলেও, ভোটের সময় ময়দানে নেমে পরিশ্রম করলেও নির্বাচনী সাফল্য এনে দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। রাজস্থানে কংগ্রেসের হারের পর সেখানকার নেতা শচীন পাইলটকে করা হলো ছত্তিশগড় কংগ্রেসের ইনচার্জ। সম্প্রতি ছত্রিশগড় বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। রাজ্যে ক্ষমতায় থেকে ভালো কাজ করলেও দলীয় অন্তর্দ্বন্দ্বে ডুবেছে কংগ্রেসের নৌকা। এবার সেখানে শচীনকে এনে ময়দানে ছক্কা হকানোর পরিকল্পনায় হাত শিবির।