দেশ

লাল টুপি পরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দোলা সেনদের, অখিলেশ যাদবের পাশে থাকার বার্তা তৃণমূলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন লাল টুপি মানেই রেড অ্যালার্ট৷ তাই লাল টুপি পরা ব্যক্তিদের থেকে সাবধান হওয়ার পরামর্শ তিনি উত্তরপ্রদেশের মানুষদের দিয়েছিলেন৷ কারওর নাম না নিলেও ওই মন্তব্যের মধ্যে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর নিশানা কে?  শুক্রবার সকালে সেই লাল টুপি পরেই গান্ধী মূর্তির পাদদেশে হাজির হন তৃণমূলের সাসপেন্ড হওয়া দুই মহিলা সাংসদ৷ দোলা সেন এবং শান্তা ছেত্রীর মাথায় লাল টুপিকে সমাজবাদী পার্টির পাশে থাকার বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷  লাল টুপির সঙ্গে সমাজবাদী পার্টির যোগ নিবিড়৷ নেতা-কর্মী থেকে দলের সুপ্রিমো অখিলেশ যাদব লাল টুপি পরেই মিটিং-মিছিল করেন৷ গোরক্ষপুরের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সপা সুপ্রিমো অখিলেশ যাদবকেই বিঁধেছিলেন৷ বলেছিলেন, লাল টুপিরা

সন্ত্রাসবাদীদের প্রতি নমনীয়তা দেখিয়ে, জেল থেকে জঙ্গিদের বের করে আনতে সরকার গঠন করতে চায়৷ তাই উত্তরপ্রদেশের জন্য লাল টুপি পরা ব্যক্তিরা রেড অ্যালার্ট৷ তাঁরা বিপদের ঘণ্টা৷ বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন৷ সেখানে বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে কংগ্রেসের থেকে রাজনৈতিক মহল এগিয়ে রাখছে সমাজবাদী পার্টিকেই৷ কিছুদিন আগে সপা সুপ্রিমো অখিলেশ যাদবকে জোট গঠনের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, অখিলেশ চাইলে বিধানসভা ভোটে সপা-কে সাহায্য করতে রাজি তৃণমূল৷ সেই প্রেক্ষাপটে দোলা সেন এবং শান্তা ছেত্রীর লাল টুপি পরে গান্ধী মূর্তির পাদদেশে হাজির হওয়াটা অখিলেশের পাশে তৃণমূলের থাকার বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷