খেলা

আগে বলেছিলেন ‘উচ্ছৃঙ্খল’! এখন চাপে পড়ে ধরনা মঞ্চে মহিলা কুস্তিগিরদের বুকে জড়িয়ে ধরলেন পিটি ঊষা

দেশের চ্যাম্পিয়ন কুস্তিগিররা রাজধানীর রাস্তায় বসে রয়েছেন। দিনের পর দিন, রাতের পর রাত ধর্না দিচ্ছেন তাঁরা। ন্যায়বিচারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত ভিনেশ ফোগাট , সাক্ষী মালিক ও বজরং পুনিয়াদের মতো চ্যাম্পিয়নদের। তাঁদের দাবি একটাই। গ্রেফতার করতে হবে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে। ভিনেশ-সাক্ষীরা আর কিছুই চান না। দ্বিতীয় দফার আন্দোলনের একাদশ দিনে থাকল চমক। এদিন যন্তর মন্তরে চলে এলেন ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি’ পিটি ঊষা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিই কুস্তিগিরদের আন্দোলনের ভাষাকে উচ্ছৃঙ্খল’ বলে দাগিয়ে ছিলেন! সেই পিটি ঊষাকে ধর্না মঞ্চে দেখে অনেকেই চমকেছেন। পিটি ঊষাকে ধর্না মঞ্চ ঘুরে যাওযার পর বজরং পুনিয়া মিডিয়াকে বলেন, ‘দেখুন মিস ঊষা বলেছেন যে, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি সবার আগে একজন অ্যাথলিট। তারপর প্রশাসক। তিনি বলেছেন যে, তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি জানিয়েছেন যে, আমাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন এবং ন্যায়বিচার পেতে সাহায্য করবেন।’ গত মাসে পিটি ঊষা বলেছিলেন যে, ‘এই আন্দোলন আমার কাছে উচ্ছৃঙ্খল। প্লেয়ারদের এভাবে রাস্তায় বসে প্রতিবাদ জানানো উচিত হয়নি। ওরা অন্তত কমিটির রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত। ওরা যা করেছে, তা খেলা এবং দেশের জন্য ভালো নয়। এটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি।’ পিটি ঊষার মন্তব্য শুনে কুস্তিগিররা কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। সাক্ষী মালিক বলেছিলেন, ‘পিটি ঊষার মন্তব্যে আমরা আহত হয়েছি। নিজে একজন মহিলা হয়েও আমাদের সমর্থন করছেন না। আমরা কি  উচ্ছৃঙ্খলতা দেখিয়েছি? আমরা তো এখানে শান্তিপূর্ণ ভাবে বসে আছি। আমরা যদি সুবিচার পেয়ে যেতাম, তাহলে নিশ্চয়ই এই পথে হাঁটতাম না।’ কুস্তিগির ভিনেশ বলেছিলেন, পিটি ঊষা হয়তো চাপে পড়ে এমনটা বলেছেন!