দেশ

দিল্লিতে বাইক আরোহীকে ধাক্কা মেরে ৩ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ

বাইককে ধাক্কা মেরে তার এক আরোহীকে গাড়ির ছাদে তিন কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল দিল্লির হাই সিকিউরিটি ভিআইপি জোনে। এই ঘটনার ফলে দুই বাইক আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর অন্যজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় পুরো দুর্ঘটনার ভিডিয়োটি রেকর্ড হয়েছে। তা থেকে জানা গেছে, শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির কস্তুরবা গান্ধী মার্গ ও টলস্টয় মার্গের সংযোগস্থলে। এই ঘটনায় মৃতের নাম দীপাংশু ভার্মা (৩০)। আর এই দুর্ঘটনায় জখম হয়েছে তাঁর সম্পর্কিত ভাই মুকুল। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাংশু ভার্মার একটি গহনার দোকান রয়েছে। আর বাড়িতে তাঁর বাবা-মা ও এক বোন রয়েছে। দুর্ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি গাড়ি দ্রুতগতিতে এসে দীপাংশুদের বাইকে ধাক্কা মারে। এর ফলে কয়েক ফুট দূরে ছিটকে পড়েন মুকুল আর দীপাংশু সোজা গিয়ে পড়েন গাড়ির ছাদে।সেই অবস্থাতেও গাড়ির চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুতগতিতে দীপাংশুকে নিয়ে সজোরে গাড়ি চালাতে থাকে। যিনি এই ঘটনাটির ভিডিয়ো করছিলেন তিনি নিজের স্কুটারে করে ওই গাড়িটির পিছনে তাড়া করে ডাকলেও চালক তাতে পাত্তা না দিয়ে আরও জোরে গাড়ি চালাতে থাকে। তিন কিলোমিটার এভাবে যাওয়ার পর গাড়িটির চালক দীপাংশুকে দিল্লি গেটের কাছে গাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে দীপাংশু ও মুকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা দীপাংশুকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে এই বিষয়ে একটি মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। তবে এখনও পর্যন্ত কারও নাম প্রকাশ করা হয়নি।