দেশ

মধ্যরাতে লাঠিচার্জ-বুলডোজার, পঞ্জাব সীমানায় কৃষকদের উপর পুলিশি অভিযান

বছর খানেকেরও বেশি সময় ধরে পঞ্জাব সীমানায় অবস্থান বিক্ষোভে ছিলেন কৃষকরা। আচমকাই শম্ভু-খানাউরি সীমানা থেকে কৃষকদের টেনে হিঁচড়ে তুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বুধবার মধ্য রাতে লাঠিচার্জ করে, বুলডোজ়ার দিয়ে এলাকা খালি করা হয়। সরিয়ে ফেলা হচ্ছে অবস্থানরত কৃষকদের তাঁবুগুলিও। তার জেরে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বেধে যায়। বহু কৃষক আহত হয়েছেন। পুলিশ কর্মীরাও জখম হয়েছেন বলে খবর। প্রশ্ন উঠছে, কেন আচমকা পঞ্জাব সরকারের এই পুলিশি অভিযান? অরবিন্দ কেজরিওয়ালের পঞ্জাব সফর, আম আদমি পার্টির শীর্ষনেতাদের দেওয়া লুধিয়ানার শিল্পপতিদের পরামর্শ এবং আসন্ন লুধিয়ানা উপ নির্বাচন, এই তিন কারণের জন্যই ভগবন্ত মান সরকারের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহেই পাঞ্জাবে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দু’দিন আগেই তিনি গিয়েছিলেন লুধিয়ানায়। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, লুধিয়ানার প্রথমসারির শিল্পপতিরা আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে, কৃষকদের অবস্থান চলতে থাকলে আসন্ন উপ নির্বাচনে দলের ভালো ফল সম্ভব নয়। কৃষকদের লাগাতার অবস্থানের জেরে ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে। পাঞ্জাবের দুই সীমানায় এক বছরেরও বেশি সময় ধরে অবস্থানে কৃষকরা। এর জেরে বাণিজ্যিক লেনদেন এবং ট্রাক চলাচলেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পপতিরা। এ দিকে, আক্রান্ত কৃষকদের অভিযোগ, দু’দিন আগে পাঞ্জাবের আপ সরকার জানিয়েছিল, কৃষক আন্দোলন দমনের কোনও ইচ্ছে নেই তাদের। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া পর্যন্ত কৃষকদের অবস্থান চলতেই পারে। অথচ দু’দিনের মধ্যেই পুরোপুরি ভোলবদলে তাজ্জব হয়েছেন আন্দোলনরত কৃষকরাও।

https://twitter.com/i/status/1902561292235530361