দেশ

আগামী ১৬ অগাস্ট থেকে খুলছে পুরীর মন্দির

 সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে পুরীর মন্দিরের দরজা। আগামী ১৬ অগাস্ট সোমবার থেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। পুরীর জগন্নাথ মন্দিরের প্রশাসক বোর্ডের প্রধান এ দিন এই ঘোষণা করেছেন। এপ্রিল মাসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ফের মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। তবে মন্দির খুললেও প্রথম পাঁচ দিন শুধুমাত্র পুরীর বাসিন্দারাই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। ১৬ অগাস্ট মন্দির খোলার পর শনিবার এবং রবিবার সপ্তাহান্তে সরকারি বিধিনিষেধ মেনে ফের বন্ধ থাকবে মন্দিরের দরজা। ২৩ অগাস্ট সোমবার থেকে ফের সর্বসাধারণ পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন ভক্তরা। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে মন্দিরে প্রবেশের জন্য দু’টি শর্তের একটি মানতে হবে ভক্তদের। হয় করোনার দু’টি টিকা নেওয়ার শংসাপত্র থাকতে হবে। তা না হলে মন্দিরে প্রবেশের সর্বোচ্চা ৯৬ ঘণ্টা আগে করা আরটি- পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে। আগামী ৩০ অগাস্ট জন্মাষ্টমীর দিন বন্ধ থাকবে মন্দির।