দেশ

‘তৃণমূল অনুমতি পেল, কিন্তু আমাদের কেন লখিমপুরে যেতে দিচ্ছে না?’, প্রশ্ন রাহুল গান্ধীর

প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার রাহুল গান্ধীকেও লখিমপুরে যেতে অনুমতি দিল না যোগীরাজ্যের পুলিশ। এমনকী, আইন অমান্য করায় প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তারও করা হয়েছে। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কৃষকের মৃত্যু হয়েছে। আর ওই নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে লখিমপুরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন রাহুল গান্ধী। সেই অনুমতি দেয়নি যোগীরাজ্যের প্রশাসন। প্রসঙ্গত, তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গিয়েছে। আর এর পরেই ক্ষোভ উগরে দিলেন রাহুল গান্ধী। কার্যত তৃণমূল-বিজেপি আঁতাতের দাবি করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘লখিমপুর যাওয়ার ক্ষেত্রে সবাইকে বাধা দেওয়া হচ্ছে না। গতকাল তৃণমূল কংগ্রেস এবং ভিম আর্মিকে যেতে দেওয়া হয়েছে। অথচ কংগ্রেসকে যেতে দেওয়া হচ্ছে না। প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে। ঠিক কী ঘটেছিল আমরা সেখানে গিয়ে তা দেখতে চাই।’ এরই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অত্যাচার করুন, মারুন, জেলে ঢোকান। যতই যা করুন আমরা কৃষকদের পাশে, সাধারণ মানুষদের পাশে থাকব।’