দেশ

বিরোধীরা একজোট থাকলে, বিজেপির জয় অসম্ভব: রাহুল

বিরোধীরা যদি একজোট থাকে, তাহলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জেতা এক কথায় অসম্ভব। ইন্ডিয়া জোটের বৈঠকের পর এবার এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী। ভারতীয় জনসংখ্যার ৬০ শতাংশ মানুষ এই জোটের সঙ্গে। তাই বিরোধীরা যদি এভাবেই এক ছাদের নীচে থেকে লড়াই করেন,তাহলে লোকসভা নির্বাচনে বিজেপির জয় অসম্ভব বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ফলে যতদূর সম্ভব বিরোধীরা এক ছাদের নীচে থেকে লড়াই করুন বলে আহ্বান জানান কংগ্রেস নেতা। মুম্বইতে বিরোধীদের ২ দিনের বৈঠকে বড় পদক্ষেপ করা হয়েছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ করা হয়েছে বলেও জানান রাহুল গান্ধী।ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে সক্ষম বলেও শুক্রবার বৈঠকের পর আত্মবিশ্বাসী সপর শোনা যায় রাহুল গান্ধীর গলায়।