দেশ

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু সংখ্যা বেড়ে ২১

শুক্রবার সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভূমিধসে এখনও পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে চারজন নাবালক। ধ্বংসস্তূপ থেকে ৯৩ জনকে উদ্ধার করা গেছে। এখনও পর্যন্ত বহু গ্রামবাসী ধ্বংসাবশেষে চাপা পড়ে আছেন। খোঁজ মেলেনি অনেকেরই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।  উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড়ের খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে অতি ভারী বৃষ্টির পর আচমকা ধস নামে। গ্রামের ৯০ শতাংশ এলাকা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ওই গ্রামে ৩০ থেকে ৩৫টি আদিবাসী বাড়ির একটি বড় বসতি ছিল। অধিকাংশ গ্রামবাসীই ঘুমন্ত অবস্থায় ধসে চাপা পড়ে যান। ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।