দেশ

ভোটের আগে বাংলায় রেল ও রাস্তা সংস্কারে জোর

 করোনা হানায় ক্ষত রাজকোষ ভান্ডারের অবস্থা ফেরানো এবং ‘আত্মনির্ভর ভারত’ তৈরি এবারের বাজেটের মূল লক্ষ্য হয়ে রইল। যদিও আলাদাভাবে নজর কেড়েছে বাংলা।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে বাজেট পেশ শুরু হয়। ভোটের আগে বাংলায় রাস্তা সংস্কারের ক্ষেত্রে বিশেষ জোর দিল কেন্দ্র। সোমবার প্রস্তাবিত বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন জানান, ‘পশ্চিমবঙ্গে রাস্তা সংস্কারে জোর দিচ্ছে কেন্দ্র। বাংলায় রাস্তা সংস্কারে বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা। ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে পশ্চিমবঙ্গে। সংস্কার করা হবে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এবারের প্রস্তাবিত বাজেটে রেলের ক্ষেত্রেও বাংলার প্রাপ্তিযোগ ঘটেছে। এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের খড়্গপুর থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা পর্যন্ত ফ্রেড করিডর নির্মাণ করা হবে। একই সঙ্গে গোমড় থেকে ডানকুনি পর্যন্ত ২৭৪ কিলোমিটার রেলের ট্র‍্যাক তৈরি করা হবে। কোচগুলিকে আধুনিকিকরন করা হবে। পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের জন্যও সুখবর। চা শ্রমিকদের কল্যাণের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।