জেলা

অগ্নিপথ ইস্যুতে শ্রীরামপুরে রেল অবরোধ

আজ ফের অগ্নিপথ ইস্যুতে শ্রীরামপুরে রেল স্টেশন সংলগ্ন রেল গেটে অবরোধ বিক্ষোভ হয় । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় । রেল লাইনের উপরেই বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয় । এই প্রকল্প বন্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা । পরে রেল পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায় । আন্দোলনকারী বলেন, “কেন্দ্র সরকারের কালা কানুনের বিরোধ করছি আমরা । বিহার, উত্তরপ্রদেশে যেভাবে অগ্নিপথ নিয়ে আন্দোলন হচ্ছে, এখানেও শুরু হবে আগামিদিনে । কেন্দ্রীয় সরকার যদি আমাদের কথা না শোনে তাহলে রেল অবরোধ হবে । বাংলা থেকে একটাও ট্রেন উত্তরপ্রদেশ, দিল্লি যাবে না । এর পরে আমার দিল্লি ঘেরাও করব । দেশের জন্য দেশের সেনাবাহিনী সঙ্গে কোনও সমঝোতা হওয়া উচিত নয় । সেনাবাহিনী নিয়ে মোদিজি যা করছেন, তা আগামী লোকসভায় বুঝতে পারবেন ।”