ময়নাগুড়িতে গতকালের ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। সকাল থেকে জোর কদমে চলছে উদ্ধারকাজ। ট্রেনটির দুর্ঘটনাগ্রস্থ বগিগুলো সরানোর কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পাশাপাশি লাইনও দ্রুত মেরামতি করে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। শুক্রবার সকালে ময়নাগুড়ির দোমোহনিতে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী
বৈষ্ণব ৷ এদিন ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ৷ উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ আমি নিজেও এখানে এসেছি এই দুর্ঘটনা কেন ঘটল তা জানতে ৷ যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমার থেকে প্রতি মুহূর্তে খোঁজ খবর নিচ্ছেন ৷”