রাজ্য সরকারের তরফে আবেদন ও যাত্রীদের দাবিতে আগামী বুধবার অর্থাৎ ১১ নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন । তাই কালীপুজোর আগেই ধাপে ধাপে ট্রেন পরিষেবা সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
দেখে নিন লোকাল ট্রেনের সময়সূচি এবং কোন রুটে কত ট্রেন চলবে –


প্রথম ধাপে হাওড়া ডিভিশনে ৪১৩ টি ও শিয়ালদহ ডিভিশনে ২০২ টি ট্রেন চালু করা হবে । শিয়ালদা ডিভিশনে ৪১৩ টির মধ্যে ২৭০টি ট্রেন শিয়ালদা মেন ও নর্থ (সার্কুলার রেল) ও ১৪৩ টি ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখায় চালু করা হবে । শিয়ালদা মেন ও নর্থ সেকশনে সার্কুলার রেল মিলিয়ে মোট ২৭০ টি ইএমইউ-র মধ্যে ২২ টি ট্রেন শিয়ালদা-কৃষ্ণনগর সেকশনে, ২৪ টি ট্রেন শিয়ালদা-নৈহাটি সেকশনে , ১০ টি শিয়ালদা-রানাঘাট-লালগোলা সেকশনে, ২৬ টি শিয়ালদা-হাসনাবাদ সেকশনে, ৮ টি শিয়ালদা-বারাসাত-দত্তপুকুর সেকশনে, ১৪ টি শিয়ালদা-শান্তিপুর সেকশনে, ১৪ টি শিয়ালদা-কল্যাণী সীমান্ত সেকশনে, ১৮ টি শিয়ালদা-ব্যারাকপুর সেকশনে, ৩২ টি শিয়ালদা-ডানকুনি-বারুইপুর সেকশনে, ২৪ টি শিয়ালদা-রানাঘাটের সেকশনে, ১৩ টি শিয়ালদা-রানাঘাট সেকশনে, ১৭ টি রানাঘাট-বনগাঁ সেকশনে, ৩৯ টি শিয়ালদা-বনগাঁ সেকশনে, ৭ টি বনগাঁ-নৈহাটি-দমদম জংশন-মাঝেরহাট সেকশনে ও ২ টি শিয়ালদা-বিবাদি বাগ সেকশনে চলাচল করবে। শিয়ালদা দক্ষিণ শাখায় মোট ১৪৩ টি ট্রেনের মধ্যে ২৭ টি ট্রেন শিয়ালদা-কোমাগাতামারু-বজ বজ সেকশনে, ২১ টি ট্রেন শিয়ালদা-লক্ষীকান্তপুর-নামখানা সেকশনে, ২৪ টি শিয়ালদা-ডায়মন্ডহারবার সেকশনে, ৩১ টি শিয়ালদা-ক্যানিং সেকশনে, ১৯ টি শিয়ালদা-সোনারপুর সেকশনে ও ২১ টি ট্রেন শিয়ালদা-সোনারপুর-বারুইপুর সেকশনে যাতায়াত করবে। হাওড়া ডিভিশনে চলাচল করবে মোট ২০২ টি সাবআর্বান ট্রেন । এর মধ্যে ৩৮ টি ট্রেন হাওড়া-ব্যান্ডেল সেকশনে, ১০ টি হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট সেকশনে, ১২ টি হাওড়া-কাটোয়া সেকশনে, ৮ টি ব্যান্ডেল-কাটোয়া সেকশনে, ১৯ টি হাওড়া-তারকেশ্বর সেকশনে, ২০ টি হাওড়া-বর্ধমান মেন লাইন সেকশনে, ২২ টি হাওড়া-বর্ধমান কর্ড লাইন সেকশনে, ১৮ টি ব্যান্ডেল-নৈহাটি সেকশনে, ২ টি হাওড়া-বারুইপুর সেকশনে, ৪ টি হাওড়া-মশাগ্রাম সেকশনে, ২ টি হাওড়া- হরিপাল সেকশনে, ৬ টি হাওড়া- শ্রীরামপুর সেকশনে, ২ টি হাওড়া-পান্ডুয়া সেকশনে, ১ টি ব্যান্ডেল-পান্ডুয়া সেকশনে, ৮ টি বর্ধমান-কাটোয়া সেকশনে, ৪ টি হাওড়া- চন্দ্রপুর সেকশনে, ২ টি হাওড়া-গুড়াপ সেকশনে, ১৪ টি হাওড়া-শেওড়াফুলি সেকশনে, ৪ টি হাওড়া-বেলুড় মঠ সেকশনে, ৪ টি হাওড়া-সিঙ্গুর সেকশনে ও ২ টি ট্রেন ব্যান্ডেল-বালি সেকশনে চলাচল করবে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১১ নভেম্বর) থেকে ৮১ টি ট্রেন চলবে। তার মধ্যে ৪০ টি আপ ট্রেন চলবে। হাওড়া থেকে ছাড়বে ৩৩ টি ট্রেন। এছাড়াও আপ লাইনে সাঁতরাগাছি, শালিমার, পাঁশকুড়া, মেচেদা থেকে বাকি সাতটি আপ ট্রেন চলবে। ডাউন ট্রেনের সংখ্যা থাকবে ৪১ টি। তার মধ্যে ৩৫ টি ট্রেনের গন্তব্য হবে হাওড়া। বাকি ছ’টি ডাউন ট্রেন সাঁতরাগাছি, শালিমার, পাঁশকুড়া, মেচেদা পর্যন্ত যাবে। প্রাথমিকভাবে হাওড়া-মেদিনীপুরের মধ্যে ১৩, হাওড়া-পাঁশকুড়ার মধ্যে আটটি ট্রেন চলবে। এছাড়াও সাঁতরাগাছি-পাঁশকুড়া, হাওড়া-আমতা, শালিমার-মেচেদা, সাঁতরাগাছি-মেচেদা, মেচেদা-দিঘা, শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-দিঘা, হাওড়া-খড়্গপুর. হাওড়া-হলদিয়া, হাওড়া-মেচেদার মধ্যেও লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে। ডাউনেও মোটামুটি সংশ্লিষ্ট রুটগুলিতে সমসংখ্যক ট্রেন চলবে। কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র হেরফের করা হয়েছে। রেলের ওয়েবসাইটে ও প্লাটফর্মগুলিতে টাইম টেবিল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে । লকডাউনের মধ্যেই যাঁদের মান্থলি টিকিটের মেয়াদ ফুরিয়ে গেছে তাঁরা আগামী ৯ নভেম্বর সকাল ৮ টা থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন । এছাড়া ১১ নভেম্বর থেকে যাত্রীরা কাউন্টার থেকেই আগের মতো টিকিট সংগ্রহ করতে পারবেন।




