পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালিয়ে রেলের আয় ১৬ কোটি
Posted onAuthorবঙ্গনিউজComments Off on পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালিয়ে রেলের আয় ১৬ কোটি
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে দিতে বিশেষ ট্রেন চালু হয়েছে। আজ রেলের সূত্রে জানানো হয়েছে, এ পর্যন্ত ৪৫ হাজার ৫৩৩ টি টিকিট বিক্রি হয়েছে। মোট ৮২ হাজার ৩১৭ জন যাত্রীর রিজার্ভেশন হয়েছে। এই বাবদ রেলের আয় হয়েছে মোট ১৬ কোটি ১৫ লক্ষ ৬৩ হাজার ৮২১ টাকা।