দেশ

আগামী ৭দিন ৬ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের যাত্রীর আসন সংরক্ষণ ব্যবস্থা

আগামী সাতদিন ধরে রেলের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (Railways Passenger Reservation System) বা পিআরএস প্রতিদিন ৬ঘণ্টা করে বন্ধ রাখা হবে ৷ রবিবার ভারতীয় রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ কর্তৃপক্ষের বক্তব্য, কোভিডকালে রেলের পরিষেবায় আপৎকালীন নানা পরিবর্তন আনতে হয়েছে ৷ কিন্তু, এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ আর সেই কারণেই যাত্রী পরিষেবাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ করা হয়েছে ৷ এদিন রেলমন্ত্রকের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এবং তাকে কোভিড পূর্ববর্তী সময়ের মতো করে তুলতে যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বা পিআরএস আগামী সাতদিন ছ’ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ৷ রাত থেকে ভোর, যে সময়ে রেলের উপর চাপ সবথেকে কম থাকে, সেই সময়েই পিআরএস বন্ধ রাখা হবে ৷ রবিবার অর্থাৎ ১৪ নভেম্বর রাত থেকেই এই প্রক্রিয়া শুরু হবে ৷ প্রতিদিন পিআরএস বন্ধ থাকবে রাত ১১টা ৩০ থেকে ভোর ৫ টা ৩০ পর্যন্ত ৷ আগামী ২০-২১ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চলবে ৷ রেলের তরফে জানানো হয়েছে, এই ছ’ঘণ্টা সময়সীমার মধ্যে পিআরএসের কোনও পরিষেবাই মিলবে না ৷ আসন সংরক্ষণ, সংরক্ষিত আসন বাতিল করা, পরিষেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ-সহ সবকিছুই বন্ধ রাখা হবে ৷ তবে যেসব পরিষেবা পিআরএসের আওতাভুক্ত নয়, সেগুলি অব্যাহত থাকবে ৷