রাজ্য থেকে কার্যত শীত উধাও। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রায় তেমন হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বুধবার সকাল থেকেই কলকাতা ও পাশ্ববর্তী লোগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন। আজ ও আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।