কলকাতা

কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজ সন্ধ্যাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিকেল বা সন্ধ্যায় ঝড়-বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস।