কলকাতা

রাজ্য থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা, জানালো আবহাওয়া দফতর

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয় ,এর ফলে আগামী চার দিন উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে আসন্ন কালীপুজোর আগে ১৮ অক্টোবর নাগাদ উত্তর আন্দামানএবং সংলগ্ন দ্বীপপুঞ্জ এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সেই নিম্নচাপ সাইক্লোনে  রূপান্তরিত হতে পারে ,২০ অক্টোবর নাগাদ । আগামী সোমবারের পর ওই সাইক্লোন সম্পর্কে তথ্য জানাতে পারবে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত এই বিষয়ে বলার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা দাবি করেন। তাই এখনই ওই সাইক্লোন এবং নিম্নচাপকে ঘিরে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কতটা পরিবর্তিত হবে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের মনে। জানা গিয়েছে, শনিবার ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতা, হাওড়া ,এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।