দেশ

রাজস্থানেও মোদি ম্যাজিক ফিকে! বিজেপি থমকে গেল ১৪ আসনেই

গত কয়েক বছর ধরেই একটু একটু করে তপ্ত হচ্ছিলেন রাজস্থানের জাঠেরা। ২০২৩ সালের বিধানসভা ভোটের পর সেই তাপের চাপে ভোটবাক্সের একাংশে ‘মরুভূমি’ হতে দেখেছিলেন বিজেপি নেতৃত্ব। বিপদ বুঝে দিল্লি থেকে রাজস্থানে ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। প্রয়োগ করেছিলেন সফল হওয়ার বাছাই ব্রহ্মাস্ত্র। তাতে যে শেষ পর্যন্ত খুব একটা কাজ হয়নি তার প্রমাণ দিল লোকসভা ভোটের ফলাফল।যে রাজপুতদের রাজ্য গত দু’টি লোকসভায় ‘ফুলমার্কস’ অর্থাৎ ২৫টি আসনের মধ্যে ২৫টিই পেয়ে এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, সেই রাজস্থানে এই লোকসভায় ভোটে বিজেপি এসে ঠেকল ১৪ আসনে। তাদের পুরনো জোটসঙ্গী আরএলপি পেয়েছে ১টি। আর অন্য দিকে, বিরোধী জোট ইন্ডিয়ার শরিক সিপিএম ১টি আসন পেয়ে খাতা খুলেছে এ রাজ্যে। আর গত দুই লোকসভায় রাজস্থানে শূন্য পাওয়া কংগ্রেস পেয়েছে ৮টি আসন। অর্থাৎ হিসাব দাঁড়াল এনডিএ ১৫, ইন্ডিয়া ন’টি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, যে রাজস্থান এক বছর আগেও বিজেপিকে রাজ্যের শাসক হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে রাজস্থান, সেখানে এমন পাশা বদলের কারণ কী? রাজনীতিবিদদের একাংশের মতে রাজস্থানে জাত্যাভিমানের কাছেই আসন খুইয়েছে বিজেপি।