ক্রাইম দেশ

স্কুলের পড়ুয়াদের আপত্তিকর ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার রাজস্থানের সরকারি স্কুলের শিক্ষক

স্কুলের পড়ুয়াদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে। রাজস্থানের চিতোরগড় এলাকার ঘটনার। পুলিশ সূত্রে খবর, পড়ুয়াদের আপত্তিকর এবং অশালীন ছবি মোবাইলে রেকর্ড করতেন চিতোরগড় এলাকার একটি সরকারি স্কুলের শিক্ষক। এই নিয়ে অভিযোগ আসার পরেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শম্ভুলাল ধাকাড়। ওই শিক্ষকের বাড়ি চিতোরগড়ের তুরকাদি গ্রামে। তিনি চিতোরগড়ের বেগুন পঞ্চায়েতের আনভালহেদা স্কুলের শিক্ষক। ওই শিক্ষকের এই রকম আচরণের কথা শুক্রবার জানাজানি হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের আপত্তিকর ছবি তুলে রাখার অভিযোগ উঠতেই স্কুলের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং অভিভাবকরা। স্কুলের গেটে তালাও লাগিয়ে দেন তাঁরা। তার পরে বিষয়টি স্থানীয় প্রশাসন এবং পুলিশকে বিষয়টি জানান ওই গ্রামবাসীরাই। খবর পেয়েই সেখানে যান এলাকার মহকুমা শাসক মানসভি নরেশ, বেগুন থানার আধিকারিক শিবলাল মিনা-সহ অন্য আধিকারিকরা। উত্তেজিত বাসিন্দাদের শান্ত করার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের বয়ানও লিপিবদ্ধ করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। এর পরেই ওই শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন ব্লকের মুখ্য শিক্ষা আধিকারিক অনিল পরওয়াল । এই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করাও হয়েছে।